প্রকাশিত: Sun, Dec 17, 2023 11:00 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:33 AM

[১]নির্বাচন থেকে সরে গেলো জাকের পার্টি

সালেহ্ বিপ্লব: [২] ২১৮টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে রোববার নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। 

[৩] মনোনয়ন প্রত্যাহার করে জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে আমরা জানতে পেরেছি নতুন একটি রাজনৈতিক দলকে প্রধান বিরোধীদল হিসেবে ঘোষণা করার যোগসাজশ চলছে। সেই সঙ্গে অগণতান্ত্রিকভাবে নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন। এ দুটি কারণেই আমরা মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। 

[৪] নির্বাচনে অন্য কোন দলকে সমর্থন করবেন কি না,  জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দল পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে তার অবস্থান জানাবে।

[৫] ১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাকের পার্টি। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দলটি ১৯৯৬ সালে ষষ্ঠ ও ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করে। তবে কোনো নির্বাচনেই একটি আসনেও জিততে পারেনি।

[৬] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল জাকের পার্টি। কিন্তু সে প্রত্যাশা অপূর্ণই থেকে গেলো রোববারের পদক্ষেপে।